আন্তর্জাতিক মাস্টার খেতাব পাওয়ার তৃতীয় নর্মের জন্য দীর্ঘদিনের অপেক্ষা ছিল তাহসিন তাজওয়ারের। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তনয় তাহসিন অবশেষে কাঙ্খিত শেষ নর্মটি পেয়েছেন রোববার। হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবায় ১০ খেলায় একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম পেলেন তিনি। তাহসিন ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে নর্ম অর্জনের পাশাপাশি এই ইভেন্টে রানার-আপ হন। দশম বা রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া হারিয়েছেন হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার একজেল গারগেলিকে। এটি ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার তৃতীয় বা শেষ নর্ম। এর আগে তিনি ২০২৩ ও ২০২৫ সালে এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ হতে দুটি নর্ম অর্জন করেন। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য ফিদে মাস্টার তাহসিনকে ২৪০০ রেটিং করতে হবে। তার বর্তমান রেটিং ২৩৫৪। ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির ৩ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন ফিদে মাস্টারসহ ৬ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। ভারতের শ্রীরাম আদর্শ উপলা ১০ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে এ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এবং একটি গ্র্যান্ড মাস্টারের নর্ম অর্জন করেছেন।
অন্যান্য খেলা
তাজওয়ারের আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন
আন্তর্জাতিক মাস্টার খেতাব পাওয়ার তৃতীয় নর্মের জন্য দীর্ঘদিনের অপেক্ষা ছিল তাহসিন তাজওয়ারের। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তনয় তাহসিন অবশেষে কাঙ্খিত শেষ নর্মটি পেয়েছেন রোববার। হাঙ্গেরির বুদাপেস্ট শহরে অনুষ্ঠিত ফারাগো ইভান