দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে পরিচিত এসএ গেমসের আগামী আসর ২০২৬ সালে বসতে যাচ্ছে পাকিস্তানে। সম্প্রতি লাহোরে অনুষ্ঠিত হয়েছে গেমসে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি সভা। সেখানে চূড়াান্ত হয় গেমসের তারিখ। আগামী বছর ২৩-৩১ জানুয়ারি এসএ গেমসের সূচি নির্ধারণ করছে আয়োজক পাকিস্তান। এই গেমস সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন প্রস্তুতির পরিকল্পনা শুরু করছে। সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে বিওএ ভবনে ফেডারেশনগুলো নিয়ে একটি সমন্বয় সভার আহ্বান করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।

ফেডারেশন কর্তাদের সঙ্গে দুই ভাগে সমন্বয় সভা করবে বিওএ।আজ প্রথম সমন্বয় সভায় থাকবে ব্যক্তিগত ডিসিপ্লিন অ্যাথলেটিক্স, সাঁতার, আরচ্যারি, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শুটিং, বক্সিং, গলফ, জুডো, কারাতে, ভারত্তোলন, কুস্তি, তায়কোয়ান্দো ফেডারেশনের কর্মকর্তারা। ১৩ এপ্রিল পরবর্তী সভায় টিম ডিসিপ্লিন ক্রিকেট, ফুটবল, হকি, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, রাগবি, বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তারা থাকবেন। পাকিস্তান এসএ গেমসে যে সমস্ত ডিসিপ্লিন রয়েছে এর মধ্যে ট্রায়াঅ্যাথলন বাংলাদেশে কোনো ফেডারেশন বা এসোসিয়েশন নেই। রোইং ও বিলিয়ার্ড ফেডারেশন থাকলেও এখনো এই দুই ডিসিপ্লিন এখনো সমন্বয় সভার বাইরে রয়েছে।সাঁতার, অ্যাথলেটিক্সসহ আরও অনেক ডিসিপ্লিনে একাধিক ইভেন্ট রয়েছে। কোনো ইভেন্টে বাংলাদেশের সাফল্যের সম্ভাবনা রয়েছে। বিগত আসরে কেমন ফলাফল ছিল, বর্তমান অবস্থা কেমন এই বিষয়গুলো সংশ্লিষ্ট ফেডারেশনকে চিহ্নিত করে অলিম্পিকের সমন্বয় সভায় উপস্থাপিত করতে হবে।

সমন্বয় সভার প্রাপ্ত প্রস্তাবনাগুলো ২৩ এপ্রিল অলিম্পিকের নির্বাহী সভায় উত্থাপিত হবে। এরপর মূলত আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশ এসএ গেমসে কোন ডিসিপ্লিন ও ইভেন্টে অংশগ্রহণ করবে। আজ থেকে শুরু হওয়া সমন্বয় সভায় ইভেন্টে সাফল্য সম্ভাবনা বিচার ছাড়াও ক্যাম্প পরিচালনা ব্যয় ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয় আলোচনা হবে বলে জানা গেছে। সেই আলোকেই সরকারের কাছ থেকে বিওএ অনুশীলন ও অংশগ্রহণ বাবদ বাজেট বরাদ্দ চাইবে। সেই বাজেট অনুমোদন বা পাওয়ার আশ্বাস পেলেই মূলত বিওএ ফেডারেশনগুলোকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির নির্দেশনা দিতে পারবে এবং অর্থ প্রদান করবে।

উল্লেখ্য ২০১৯ সালে নেপালে সর্বশেষ এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান এই গেমসের আয়োজক পরবর্তী নির্ধারিত হলেও অনেক দিন পর অবশেষে গেমসের দিনক্ষণ ও ডিসিপ্লিন চূড়ান্ত হয়েছে। ভারত এই গেমসে অংশগ্রহণ করবে কি না এখনো নিশ্চিত হয়নি। দক্ষিণ এশিয়ান গেমসের সংস্কৃতি কয়েক দফা সূচি পেছানো। ফলে ২৩-৩১ জানুয়ারি গেমস হবেই।