অন্যান্য খেলা
টেনিসে ইতিহাস গড়লো বাংলাদেশের জুনিয়ররা
আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৪) প্রথমবার অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ।

স্পোর্টস রিপোর্টার: আইটিএফ বিশ্ব জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৪) প্রথমবার অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ। বাহরাইনে এশিয়া অঞ্চলের বাছাইয়ে লড়াই করে এই সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে তারা হংকংকে ২-০ সেটে হারায় । তাতে ২১ দলের টুর্নামেন্টের সেমিফাইনালের পাশাপাশি চেক রিপাবলিকের টিকিট কেটেছে সেরা চারের একটি দল হিসেবে। আগামী ৪ থেকে ৯ আগস্ট হবে বিশ্ব জুনিয়র টেনিসের মূল পর্ব। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথমবার সেরা আটে জায়গা করে নিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পায়। ২-০ সেটে সৌদি আরবকে হারানোর পর নেপালকে ৩-০ সেটে উড়িয়ে দিয়েছিল তারা।