আন্তঃজেলা নারী ভলিবলের চূড়ান্ত পর্ব আয়োজন করতে পারেনি ফেডারেশনের বিগত কমিটি। নতুন কমিটি দায়িত্ব নিয়ে চূড়ান্ত পর্ব আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু জানিয়েছেন, চূড়ান্ত পর্ব শুরুর প্রস্তুতি তারা শেষ করেছেন। তারখিও নির্ধারণ করেছেন। ১৭ থেকে ১৯ মে পল্টনের নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী পর্ব।বাছাই পর্ব হয়েছিল ৬ অঞ্চলে। প্রতি অঞ্চলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সাথে চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী। চূড়ান্ত পর্বে অংশ নেবে রাজশাহী, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, সাতক্ষীরা, যশোর, পাবনা, বগুড়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নড়াইল ও মাগুরা।