বাহরইনে চলমান এশিয়ান ইয়ুথ গেমসের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের বক্সার মো. রিয়াদ। শুক্রবার রাতে বাহরাইনের মানামায় অনুষ্ঠিত বক্সিং ডিসিপ্লিনের ৪৬ কেজি ওজন শ্রেণিতে তিনি মুখোমুখি হন কাতারের আবদুল্লাহ আল মোহানাদির। সেখানেই নকআউটে প্রতিপধক্ষকে পরাজিত করেন রিয়াদ।প্রথম রাউন্ডেই আবদুল্লাহকে হারিয়ে দেন।রিংয়ে লুটিয়ে পড়েন কাতারের এই তরুন বক্সার। ফলে এক ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে চলে যান মো. রিয়াদ।
অন্যান্য খেলা
এশিয়ান ইয়ুথ গেমস
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রিয়াদ
বাহরইনে চলমান এশিয়ান ইয়ুথ গেমসের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের বক্সার মো. রিয়াদ। শুক্রবার রাতে বাহরাইনের মানামায় অনুষ্ঠিত বক্সিং ডিসিপ্লিনের ৪৬ কেজি ওজন শ্রেণিতে তিনি মুখোমুখি হন কাতারের আবদুল্লাহ আল মোহানাদির।