পবিত্র মাহে রমযান মাসকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্নস্থানে নেয়া হয় নানা উদ্যোগ। এরকমই এক উদ্যোগের নজির গড়লো ‘ম্যানচেস্টার ইউনাইটেড। মুসলিম সাপোর্টার্স ক্লাবের’ উদ্যোগে ক্লাবের হোমগ্রাউন্ড ঐতিহাসিক ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে চালু করা হয়েছে বিশেষ প্রার্থনা কক্ষ। স্ট্রেটফোর্ড এন্ড এবং স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ডের মাঝামাঝি ছোট একাংশে চালু হয়েছে এই বিশেষ প্রার্থনা কক্ষ। এরইমাঝে জায়নামায দিয়ে ছোট এই কক্ষকে সাজানো হয়েছে। ম্যানচেষ্টার ইউনাইটেডের পরবর্তী ম্যাচ থেকেই চালু হবে এই বিশেষ প্রার্থনা কক্ষ। মাল্টি ফেইথ রুম বা বহু বিশ্বাসের প্রার্থনাকক্ষ হিসেবেও আপাতত চালু করা হচ্ছে এ কক্ষগুলো। যেখানে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীরাও চাইলে নিজ নিজ প্রার্থনা করতে পারবেন। একইসঙ্গে ২০ জন প্রার্থনা করার ব্যবস্থা রাখা হয়েছে। যদিও প্রাথমিকভাবে সেখানে মুসলমানদের জন্য নামায আদায়ের সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ শুরুর আধঘণ্টা আগে চালু হবে এ কক্ষ। থাকবে ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা পর পর্যন্ত। অন্যদিকে, রমযানে সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের সব ম্যাচেই বিশেষ বিরতির নিয়ম চালু করেছে এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জ কাপ)। ইংলিশ প্রিমিয়ার লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা না গেলেও এফএ কাপের ম্যাচগুলোতে ছিল ‘রামাদান ব্রেক।’ মুসলমান খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিশেষ বিরতির কথা জানানো হয় আগেই। একইরকম বিশেষ ‘রামাদান ব্রেক’ আসছে বেলজিয়ান প্রো লীগেও। বেলজিয়ান লিগে সূর্যাস্তের সময়ে ম্যাচগুলোতে বিরতি থাকছে। লীগের ১৪তম স্থানের দল সেইন্ট ট্রুইডেন্স এবং কে. ভি. কোর্টরির্টজের মধ্যেকার ম্যাচের ১২ মিনিটের মাথায় ছিল ছিল সেই বিশেষ ‘রামাদান ব্রেক’ এর ব্যবস্থা। ইন্টারনেট