বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত দুইদিনব্যাপী ৭ম চায়না এম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর সার্ভিস টিম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং রানারআপ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। অন্যদিকে, জেলা ও ক্লাব বিভাগের শিরোপা জিতে নিয়েছে চট্টগ্রাম উশু একাডেমি আর রানারআপ হয়েছে চাইনিজ উশু স্কুল কক্সবাজার। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ও বিভিন্ন জেলাসহ মোট ১৭টি দল অংশ নেয় এবারের আসরে। প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। রোববার পুরষ্কার বিতরনী ও মনোজ্ঞ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিযোগিতাটি সমাপ্ত হয়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ট্রেনিং কমিটির চেয়ারম্যান জোবায়েদুর রহমান রানা ও সাবেক হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মেজর ইমরোজ (অব.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। আরও বক্তব্য রাখেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এস এম শহিদুল হক ভুঁইয়া। এর আগে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) সেলিম ফকির সেদিন প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।