ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। নভেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়টি শুক্রবার পিটিআইকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। এফআইএইচ জানিয়েছে, ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় পাকিস্তানের পরিবর্তে কোন দল অংশ নেবে, তা শিগগিরই ঘোষণা করা হবে। এফআইএইচের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে পাকিস্তান হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি ফেডারেশনকে জানিয়েছে, তাদের দল তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য এফআইএইচ পুরুষ জুনিয়র হকি বিশ্বকাপ ২০২৫-এ অংশ নেবে না।দলটির পরিবর্তে কোন দল খেলবে, তা শিগগিরই জানানো হবে।
অন্যান্য খেলা
হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। নভেম্বরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়টি শুক্রবার পিটিআইকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন