এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। সবগুলো ম্যাচ হবে লাওসে। ২-১০ আগস্ট হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের গ্রুপসহ আট গ্রুপে ভাগ করা হয়েছে ৩৩ দলকে। একটি গ্রুপে রয়েছে পাঁচ দল। বাকি গ্রুপগুলোতে চারটি করে দল রাখা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা জায়গা করে নেবে মূল পর্বে। এ ছাড়া টিকিট পাবে সেরা তিন রানার্সআপ দলও। আগামী বছর থাইল্যান্ডে হবে এশিয়ান কাপের মূল পর্ব।
বাছাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। নারী র্যাঙ্কিংয়ের ১০৭ নম্বরে আছে তারা। বাংলাদেশের অবস্থান ১৩৩। পরের ম্যাচে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরের (১৫৯) মুখোমুখি হবে তারা। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে কখনোই জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। গত আসরের বাছাইপর্ব নিজেদের মাঠে আয়োজন করলেও হতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন।