১৩ জুলাই ১৮ বছরে পা দেবেন বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল। আর সেই দিনটিকে স্মরণীয় করে তুলতে বার্সেলোনার এই তরুণ বিস্ময় তারকা আয়োজন করছেন এক জমকালো, অথচ অত্যন্ত গোপনীয় জন্মদিনের অনুষ্ঠান। স্থান : ইবিজা। আমন্ত্রিত অতিথিদের তালিকাও ভিআইপি শ্রেণির, কিন্তু অনুষ্ঠানে মোবাইল ফোন প্রবেশ একেবারেই নিষিদ্ধ। কোপের রিপোর্ট অনুযায়ী, ইয়ামালের ১৮তম জন্মদিনে সাধারণ পার্টির ছোঁয়া থাকবে না। বরং পুরো আয়োজনটিই হবে তার মতোই ব্যতিক্রমী, আড়ম্বরপূর্ণ, তারকাখচিত আর গোপনীয়তায় মোড়ানো। স্প্যানিশ সাংবাদিক ভিক্টর নাভারোর বরাত দিয়ে জানা গেছে, অনুষ্ঠানস্থল ঠিক থাকলেও সেটি প্রকাশ করা হবে মাত্র এক বা দুই দিন আগে। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সম্পূর্ণ গোপনীয়তা। ইতোমধ্যে কিছু নির্বাচিত অতিথির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো- অনুষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ। কোনো অতিথিই মোবাইল নিয়ে পার্টিতে প্রবেশ করতে পারবেন না। ইন্টারনেট।
অন্যান্য খেলা
লামিন ইয়ামালের জন্মদিন উপলক্ষে গোপন আয়োজন
১৩ জুলাই ১৮ বছরে পা দেবেন বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল। আর সেই দিনটিকে স্মরণীয় করে তুলতে বার্সেলোনার এই