উইম্বলডন ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা আছে রজার ফেদেরারের। এ টুর্নামেন্টে ৮টি শিরোপা জিতেছিলেন তিনি। ৩৮ বছর বয়সী নোভাক জকোভিচ এবার উইম্বলডনে এসেছেন ফেদেরারের সেই রেকর্ডটি ছোঁয়ার লক্ষ্যে। তবে এর আগেই টেনিস কিংবদন্তি ফেদেরারের একটি রেকর্ড নিজের করে নিলেন জকোভিচ। বৃহস্পতিবারের ম্যাচে জয়ের পাশাপাশি জকোভিচ নতুন ইতিহাসও গড়েন। উইম্বলডনে এ নিয়ে ১৯তম বারের মতো তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি। এর মাধ্যমে ফেদেরারের ১৮ বারের রেকর্ড ছাড়িয়ে গেছেন জকোভিচ। সাত বারের চ্যাম্পিয়ন এবং টানা ছয় আসরে ফাইনাল খেলা জকোভিচ এবারও অল ইংল্যান্ড ক্লাবে আরেকটি দারুণ অভিযানের আভাস দিচ্ছেন।

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে চলতি বছরের সবচেয়ে সেরা ফর্মে থাকা সার্বিয়ান তারকা স্বাগতিক ড্যান এভানসকে হারিয়ে দারুণ জয় তুলে নেন জকোভিচ। ৬-৩, ৬-২, ৬-০ গেমে সরাসরি সেটে ম্যাচটি জেতেন তিনি। ম্যাচের শুরু থেকেই দারুণ সার্ভ করেছেন জকোভিচ।