বিশ্ব অ্যাথলেটিকসের আসর যে কত কঠিন তা আরেকবার দেখলেন বাংলাদেশের কোনো অ্যাথলেট। জাপানের টোকিওতে চলমান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হার্ডলার নাজমুল হোসেন রনি। সোমবার বিকেলে ৪০০ মিটার হার্ডলসের হিটে অংশ নিয়ে বাজে টাইমিং করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট। তার হিটে অংশ নিয়েছিলেন ৯ জন। রনি দৌড় শেষ করেছেন সবার শেষে। ৫ নম্বর হিটে দৌড়াতে রনি সময় নিয়েছেন ৫২.৪৭ সেকেন্ড। ৫টি হিটে ৪৪ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। রনির অবস্থান ৪২তম। তার পেছনে থাকা দুই অ্যাথলেটের একজন সেন্ট কিটস এন্ড নেভিসের আরেকজন ম্যাকাওয়ের। প্রতি হিট থেকে চার জন ও পাঁচ হিট মিলিয়ে সর্বোচ্চ টাইমিংধারী চার জন মোট ২৪ জন সেমিফাইনালে উঠেছেন। রনির হিটে প্রথম হওয়া নাইজেরিয়ান অ্যাথলেট নাথানিয়েল সময় নিয়েছেন ৪৮.৩৭ সেকেন্ড। এই হিট থেকে চতুর্থ হয়ে কোয়ালিফাই করা যুক্তরাজ্যের এলিস্টেয়ার চেলমার্স সময় নিয়েছেন ৪৮.৮৬ সেকেন্ড। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রনি ৪০০ মিটার হার্ডেলসে ৩১ বছরের জাতীয় রেকর্ড ভেঙ্গেছিলেন। ৯৯৩ সালের ডিসেম্বরে নৌবাহিনীর আব্দুর রহিম নাঈম টাইমিং করেছিলেন ৫১.৮৭ সেকেন্ড। গত তিন দশকে কেউই এই টাইমিং অতিক্রম করতে পারেনি।
নাজমুল ৫০.৮৪ সেকেন্ড টাইমিংয়ে নতুন কীর্তি গড়েছেন। গত মাসে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্সে রনি ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতলেও টাইমিং বেড়ে দাঁড়ায় ৫২.৩০ সেকেন্ড। বিশ্ব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার হার্ডেলসে দক্ষিণ এশিয়ার একমাত্র বাংলাদেশেই অংশগ্রহণ করেছে। বিশ্ব অ্যাথলেটিক্সে বাংলাদেশ যোজন-যোজন দূরত্বে পেছনে সেটা রনির টাইমিংই নির্দেশ করছে।