জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এবারের আসরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। তার সঙ্গে আলো কেড়েছেন বাংলাদেশের নারী ফুটবল দলের তারকা আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকার প্রাপ্তি। জাতীয় বক্সিংয়ের ফাইনালে দেখ হতে যাচ্ছে এই দুই বক্সারের। ৫২ কেজি ওজন শ্রেণীতে নিজ নিজ ম্যাচে জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করেছেন এই দুই বক্সার। ৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগী মাত্র ছয় জন হওয়ায় ‘বাই’ পেয়ে সরাসরি সেমি-ফাইনালে খেলার সুযোগ পান জিনাত। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি সহজে হারিয়ে দেন আয়শা খাতুনকে। আরেক সেমিফাইনালে বাংলাদেশ আনসারের আফরা খন্দকার, তূর্য বক্সিং ক্লাবের অন্তরা আক্তার বৃষ্টিকে পরাজিত করেন। আজ বুধবার আফরা জিনাতের বিরুদ্ধে লড়বেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিচ্ছেন জিনাত, খেলছেন নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে। তবে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই অভিষেক হয়েছে তার। গত বছর এপ্রিলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এলিট ৪৮ থেকে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ক্যাটাগরিতে সোনা জিতেন জিনাত। পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়েও নিজের ইভেন্টে হন সেরা। পোল্যান্ডে আরেকটি আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ জিতেছিলেন। বাংলাদেশে প্রথমবার রিংয়ে নামার পর জিনাতের অনুভূতি, ‘ভালো লাগছে, এই প্রথম বাংলাদেশে খেললাম। সবাই অনেক উৎসাহ দিয়েছে। মেয়েটা (আসিয়া) ভালোই ফাইট করার চেষ্টা করেছে। মাইন্ড সেট স্ট্রং, গিভ আপ (ম্যাচ ছেড়ে দেয়া) করেনি। টেকনিক্যালি একটু পিছিয়ে তবে সাহস আছে।’ আজ ফাইনাল নিয়ে আফরার মন্তব্য, ‘জিনাত অনেক ভালো মানের বক্সার। আশা করি একটি উপভোগ্য ফাইনাল হবে।’ ফাইনালের প্রতিপক্ষ আফরাকে নিয়ে জিনাতের মন্তব্য, ‘আসলে আমি প্রতিপক্ষ নিয়ে সেভাবে চিন্তা করি না। যে-ই হোক, নিজের খেলাটা খেলে জিততে চাই। বাংলাদেশে প্রথমবার খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হয়ে স্মরণীয় করতে চাই।’
অন্যান্য খেলা
জাতীয় বক্সিং: ফাইনালে আজ
জিনাতের প্রতিপক্ষ আফরা
জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এবারের আসরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। তার সঙ্গে আলো কেড়েছেন বাংলাদেশের নারী ফুটবল দলের তারকা আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকার প্রাপ্তি।
Printed Edition
