বাংলাদেশের দাবায় তিতাস ক্লাব অতি পরিচিত নাম। ১৯৯৭ সাল থেকে দাবা লিগে খেলে আসছে। ২০০০ সালে প্রথম বিভাগে শিরোপার পর গতকাল ২৪ বছর পর প্রিমিয়ার বিভাগ দাবায় শিরোপা জিতল তিতাস। প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলায় উত্তরা চেস ক্লাবকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তিতাস। ২০১১ সালের আগ পর্যন্ত প্রথম বিভাগই ছিল দাবার সর্বোচ্চ স্তর।

তিতাস গ্যাস প্রতিষ্ঠানের অর্থায়নে পরিচালিত তিতাস ক্লাব। সাবেক জাতীয় দাবাড়ু ফিদে মাস্টার সাইফ উদ্দিন লাভলু তিতাস ক্লাবের সঙ্গে আছেন অনেক দিন থেকেই। ২০০০ সালে এনামুল হোসেন রাজীব, খন্দকার আমিনুল,রুহুল কবির শিপলু, আরমান মনিরের সঙ্গে চ্যাম্পিয়ন দলে ছিলেন লাভলুও। ২৪ বছর পরের চ্যাম্পিয়ন দলেও তিনি আছেন।এবারের লিগে ছয় জনের দলে দাবাড়ু হিসেবে তার নাম থাকলেও ম্যানেজার বা অধিনায়কের দায়িত্বই বেশি পালন করেছেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ফিদে মাস্টার তাহসান তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পানিসার বেদান্তই ঘুরে ফিরে নয় রাউন্ড খেলেছেন। দাবা লিগে প্রতি রাউন্ডে চার জন করে খেলেন।দুই যুগ পর তিতাস ক্লাব আবার দাবার শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারায় বেশ তৃপ্ত সাবেক জাতীয় দাবাড়ু ও গত বছর ডিসেম্বরে অবসরে যাওয়া তিতাস গ্যাসের সাবেক ডিজিএম লাভলু, ‘আমরা প্রতিবারই প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে