এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ টুর্নামেন্টে বৃহস্পতিবার ছিল মিশ্র বিভাগের খেলা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে সকালেই রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই বাংলাদেশ বিদায় নিয়েছে। কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের হয়ে খেলেছেন হিমু বাছাড় ও পুষ্পিতা জামান। দল সংখ্যা কম থাকায় প্রি কোয়ার্টার থেকে এলিমেশন রাউন্ড শুরু হয়। সেখানে হংকংয়ের আরচ্যারকে ১৪৯-১৪৬ পয়েন্টে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টারে উঠে। কোয়ার্টারে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৫৫-১৫৭ পয়েন্টে হেরে বিদায় নেয়।
রিকার্ভ মিশ্র বিভাগের পরিস্থিতি আরো করুণ। প্রি কোয়ার্টারেই বিদায় নিয়েছেন মনিরা আক্তার ও আব্দুল আলিফ। স্বাগতিক সিঙ্গাপুরের আরচ্যারের বিপক্ষে সেভাবে লড়তেই পারেননি তারা। মিশ্র রিকার্ভ চার সেটের খেলা হলেও তিন সেটের পরই বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়েছে। প্রথম দুই সেট হারের পর তৃতীয় সেটে ড্র করে বাংলাদেশ। ফলে ১-৫ সেট পয়েন্টে হার। দলীয় ও মিশ্র বিভাগে বাংলাদেশের পারফরম্যান্স হতাশার। ব্যক্তিগত ইভেন্টে দুটি পদকের লড়াই আগামীকাল নিষ্পত্তি হবে। রিকার্ভ ইভেন্টে স্বর্ণের জন্য লড়বেন আব্দুল আলিফ আর কম্পাউন্ডে ব্রোঞ্জের লড়াই হিমু বাছাড়ের।