ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতেছেন চীনের স্কুলছাত্রী ইউ জিদি। মাত্র ১২ বছর বয়সে বৈশ্বিক আসরে শিরোপা জিতে তিনি রীতিমতো বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন। এই ইভেন্টে সোনা জিতেছে অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্র জিতেছে রূপার পদক। সাঁতারের বৈশ্বিক কোনো মেজর টুর্নামেন্টে সব ইভেন্ট মিলিয়ে পদক জয়ের পথে সর্বকনিষ্ঠ সাঁতারু ইউ জিদি। এর মধ্য দিয়ে সে ভেঙেছে ৩৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯৮৬ সালে অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপসে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১৩ বছর ১৫৮ দিন বয়সে পদক জেতে কানাডার অ্যালিসন হিগসন। গতবৃহস্পাতিবার ১২ বছর ২৯২ দিন বয়স হয়েছিল ইউ জিদির।অলিম্পিকে অবশ্য ইউ জিদির চেয়েও কম বয়সে ব্রোঞ্জ জয়ের কীর্তি আছে। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১২ বছর পূর্ণ হওয়ার এক মাস আগে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিল ডেনমার্কের ইনগে সোরেনসেন। তবে বিশ্ব অ্যাকুয়াটিকসে সর্বকনিষ্ঠের রেকর্ডটি এখন ইউ জিদির দখলে। আগামী অক্টোবরে ১৩ বছরে পা দিতে যাওয়া ইউ জিদি রেকর্ডের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি আবেগতাড়িত হয়ে পড়েছি, এটি অসাধারণ অনুভূতি।’উল্লেখ্য, গত মে মাসে ২০০ মিটার মেডলি মাত্র ২ মিনিট ১০.৬৩ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিল ইউ জিদি। এরপর থেকেই সে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় চলে আসে। এছাড়া গত সোমবার ব্যক্তিগত মেডলি ইভেন্টের ফাইনালে পদক হাতছাড়া হয় মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে।