বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। গতকাল বুধবার সকালে যাত্রাবাড়ির নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।
মনির হোসেন শুধু কাবাডিতেই সংশ্লিষ্ট ছিলেন তা নয়। এর আগে ফুটবলে রেফারিং করেছেন। প্রথম বিভাগ ফুটবল লিগে যাত্রাবাড়ি ক্রীড়া চক্রের অন্যতম কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী নাসরীন আক্তার বেবী নিজেও সাবেক রেফারি। বর্তমানে নারী ফুটবল লিগে নাসরীন একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কাবাডি ফেডারেশনে প্রথম জানাযা ও যাত্রাবাড়ি ঈদগাহ মাঠে এরপর আরও একটি জানাজার পর জুরাইন কবরস্থানে মনির হোসেন চির শায়িত হয়েছেন। মনির হোসেনের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, কাবাডি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে।