বাংলাদেশ নারী হকি দল ইতিহাস গড়ল অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। অপরদিকে ব্যর্থতা নিয়েই দেশে ফিরছে লাল সবুজ জার্সির ছেলেরা। টুর্নামেন্টে তাদের অর্জন চতুর্থ স্থান। গতকাল রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করে বাংলার নারীরা। ম্যাচ সেরা আক্রমণ ভাগের খেলোয়াড় আইরিন আক্তার টানা তিন গোল করে হ্যাটট্রিক করেছেন। তাই দলের সহজ জয়ের নায়িকা আইরিন ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ ১২ মিনিটে আইরিনের গোলে সমতায় ফেরে। এরপর ১৮ ও ২০ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। দলের পক্ষে বাকি গোলগুলো করেন অধিনায়ক শারিকা রিমন, কণা আক্তার ও রিয়াশা রিশি। এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা মোট ১৪টি গোল করেছে এবং হজম করেছে ২৪টি। দলের সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন, দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার। গ্রুপ পর্বে শুরুটা ভালো না হলেও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মেয়েরা। প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হারের পর উজবেকিস্তান ও হংকংকে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা। যদিও চীনের বিপক্ষে ৯-০ গোলের বড় হার এবং কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ফাইনালের স্বপ্ন ভাঙ্গে। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত খেলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দলটি। এদিকে, ছেলেদের বিভাগে বাংলাদেশের হকি দল মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পদক বঞ্চিত হয়েছে। তারা টুর্নামেন্ট শুরু করেছিল হংকংকে হারিয়ে, তবে সেমিফাইনালে জাপানের কাছে ৬-৪ গোলে হেরে যায়। টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের বিভাগে মুখোমুখি হবে জাপান ও চীন। ছেলেদের বিভাগে শিরোপার জন্য লড়বে জাপান ও পাকিস্তান।