আরএফএল ও এসিআই কোম্পানির পৃষ্ঠপোষকতায় এবং স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কমপ্লেক্সে ছয়টি দেশের অংশগ্রহণে দুটি আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগীতা শুরু হয়েছে শনিবার ইওপ। জোড়া আন্তর্জাতিক প্রতিযোগিতার নাম "৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫"। এবার থাকছে এক সাথে দুটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্রতিযোগিতার যথা ছেলেদের "পি এস এ চ্যালেঞ্জ ট্যুর ২০২৫" এবং মেয়েদের "ডব্লিউ এস এফ এবং পি এস এ স্যাটালাইট টুর্নামেন্ট ২০২৫"। বাংলাদেশ সরকার, বিশ্ব স্কোয়াশ ফেডারেশন (ডব্লিউ এস এফ) এবং পেশাদার স্কোয়াশ এসোসিয়েশনের (পি এস এ) অনুমোদিত চারদিন ব্যাপি এই প্রতিযোগীতাদ্বয় ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসাস্ মেস ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে ২৬ থেকে ২৯ জুলাই তারিখে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর বাংলাদেশসহ ইরান, ভারত, শ্রীলংকা, কুয়েত ও মালয়েশিয়ার পেশাদার স্কোয়াশ খেলোয়াড়গণ অংশগ্রহণ করছে। পাশাপাশি মেয়েদের স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের মারজান, চাঁদনী, নাবিলা, উর্দূ, মেঘনা, জুই, মানিকা ও পূঁজা রানীসহ প্রথম সারির ১৪ জন নারী খেলোয়াড় খেলবে মালয়েশিয়ার জমজ বোন পেশাদার নারী স্কোয়াশ খেলোয়াড় ভিনিকা ও ভার্টিকা। উল্লেখ্য যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন স্বাধীনতার পর প্রথমবারের মত নারী স্কোয়াশ দল তৈরি করছে। সম্প্রতি তারা নেপালে একটি আন্তর্জাতিক প্রতিযোগীতা থেকে রৌপ্য পদক লাভ করেছে। আগামী এস এ গেইমসে পুরুষদের পাশাপাশি নারী দল পাঠানো হবে।
প্রথম দিন বাংলাদেশ ২ নম্বর খেলোয়াড় রনি দেবনাথ ল খেলবে বিশ্বের ১১৩ নম্বর শ্রীলংকার রাবিন্দ্র লোকশ্রী সাথে। বাংলাদেশের ১ নম্বর খেলোয়াড় সাহাদৎ খেলবে বিশ্বের ২৯২ নম্বর ভারতের দিউওকা সিং-এর সাথে। বাংলাদেশের প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ান সুমন শ্রীলংকার নভিনন্দ্র লকমান, বিকেএসপির পারভেজ মালয়েশিয়ার জীম রং, সৈনিক আজিজ ইরানের শেফার, বিকেএসপির আমিনুল কুয়েতের বাদর আল মাগবিরী, বিকেএসপির সাইমুন ভারতের বরি দীক্ষিত এবং সৈনিক আপন শ্রীলংকার শরীফ হাকিমের সাথে খেলবে। ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কমপ্লেক্সে ২৯ জুলাই বিকেল চারটার সময় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ইনজিন ইঞ্জিনিয়ারিং চীফ এবং স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল প্রধান অতিথি হিসাবে বেলুন উড়ায়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্ভোদনী ঘোষণা করেন। তিনি প্রতিযোগীতার জার্সিও উন্মোচন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি; ব্রিগেঃ জেনাঃ সৈয়দ ফজলে গওস, এনডিসি, ডব্লুভিইউ, পিএসসি ও ব্রিগেঃ জেনাঃ মোহাম্মদ ওসমান সরোয়ার, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তাছাড়া ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ নির্বাহী পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, আর এফ এল গ্রুপের কর্মকর্তা, স্কোয়াশ খেলোয়াড় ও তাদের অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বলেন, সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়েই আমরা বাংলাদেশে স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করে সামনের দিকে নেয়ার কাজ করে যাচ্ছি। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, এই ধারা অব্যাহত রাখতে পারলে আগামীতে স্কোয়াশ আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের জন্যে সন্মান নিয়ে আসবে। ব্রিগ্রেডিয়ার (অবঃ) জেনারেল কামরুল ইসলাম বলেন, নিজস্ব কোর্টবিহীন হাজার সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যে খুবই সীমিত সম্পদ দ্বারা গত প্রায় পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে আমরা তিল তিল করে বিলুপ্ত প্রায় খেলাটির পুন:জন্ম ঘটিয়ে সামনের দিকে গৌরব আর সম্মানের যাত্রা শুরু করেছি।
সংশ্লিষ্ট সবার সহযোগিতা এবং বনানীর প্রস্তাবিত কমপ্লেক্সটি পেলে স্কোয়াশ খেলোয়াড়রা আন্তর্জাতিক মেডেল অর্জনসহ দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও গৌরব অর্জন করবে ইন-শা-আল্লাহ। এই প্রতিযোগিতার মাধ্যমে আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এস এ গেইমসে অংশগ্রহণকারী দলের প্রস্তুতি সম্পর্কে একটা ধারনা পাওয়া যাবে। উল্লেখ্য যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন এস এ গেমসে মেডেল পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর।