বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ টুর্নামেন্টে ইতিহাস গড়েছে স্বাগতিক শাটলাররা। পুরুষ দ্বৈত ইভেন্টে বাজিমাত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি আলাদা জুটি। বৃহস্পতিবার সকালে কোয়ার্টার ফাইনালের বাধা টপকে বিকেলে শেষ চারের লড়াইয়ে নামছেন তারা।সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হারলেও পুরুষ দ্বৈতে কোনো ভুল করেননি আল আমিন জুমার। নিজের দীর্ঘদিনের সঙ্গী মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জুটিকে সরাসরি সেটে পরাজিত করেন তারা। ম্যাচের ফল ছিল ২১-১৪ ও ২৫-২৩। জুমারদের পাশাপাশি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও তানভীর ইসলাম জুটি। ভিয়েতনামের থান-ডান এন জুটিকে ২১-১৫, ২১-১৫ পয়েন্টে হারিয়ে দাপটের সাথে শেষ চারে ওঠেন তারা। অন্যদিকে, ভারতের প্রদীপ কুমার ও অতুল কুমার জুটির বিপক্ষে লড়াই করে জয় ছিনিয়ে নেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি। সব মিলিয়ে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। তবে দিনের একমাত্র হতাশাজনক খবর ছিল দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম ও তনয় সাহা জুটির হার। থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে ৯-২১ ও ১৩-২১ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তারা। ঘরের মাঠে এমন সাফল্যে উচ্ছ্বসিত দেশের ব্যাডমিন্টন অঙ্গন।
অন্যান্য খেলা
সেমিফাইনালে বাংলাদেশের তিন জুটি
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ টুর্নামেন্টে ইতিহাস গড়েছে স্বাগতিক শাটলাররা। পুরুষ দ্বৈত ইভেন্টে বাজিমাত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে