বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে চতুর্থ রাউন্ডে জয় তুলে নেন নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ ও অ্যারিনা সাবালেঙ্কা। তিনজনই জেতেন সরাসরি সেটে। নিজ ম্যাচে একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি নিজের রেকর্ডও ভাঙেন সার্বিয়ান তারকা জকোভিচ। এমনকি তিনি নিজের করে নেন টেনিসের সুইস কিংবদন্তি রজার ফেদেরারের একটি রেকর্ডও। জার্মান প্রতিপক্ষ ইয়ান-লেনার্ড স্ট্রুফকে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে একপ্রকার উড়িয়েই দেন জকোভিচ। নিজের উজ্জল ক্যারিয়ারে আটবার বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামেই শেষ আটে জায়গা করে নেন ফেদেরার। সে রেকর্ড ছাপিয়ে এবার নবমবারের মতো বছরের প্রতিটি গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালের টিকিট নিয়ে নতুন করে ইতিহাস লিখলেন বিশ্বের সপ্তম বাছাই জকোভিচ। বয়সের কোঠা ৩৪ পার হওয়ার পর আর কেউ যেখানে এই কীর্তি গড়তে পারেননি, সেখানে তৃতীয়বার এ মাইলফলক স্পর্শ করলেন জকোভিচ। একইসঙ্গে, ক্যারিয়ারের ৬৪তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি। ফলে গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টারে সর্বোচ্চবার খেলার রেকর্ডটি আরও সমৃদ্ধ করলেন জকোভিচ।’ কোয়ার্টার ফাইনালে জকোভিচ খেলবেন মার্কিন তারকা টেইলর ফ্রিটজের সঙ্গে। অন্য ম্যাচে ফ্রান্সের আর্তুর র্যা দেয়ারনেশের বিপক্ষে ৭-৬ (৭-৩), ৬-৩, ৬-৪ গেমে জয় তুলে নেন আলকারাজ। ২৩ বছর বয়সে পা দেয়ার আগেই ১৩টি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন আলকারাজ, খেলবেন জিরি লেহেচকার সঙ্গে। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে খেলবেন এ চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়। মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন সাবালেঙ্কাও, মুখোমুখি হবেন মার্কেতা ভন্দ্রোসোভার। শেষ ষোলোতে স্প্যানিশ প্রতিপক্ষ ক্রিস্তিনা বুকশার বিপক্ষে বেলারুশিয়ান তারকার জয় ৬-১, ৬-৪ গেমে। ইন্টারনেট।