অনূর্ধ্ব-১৮ পুরুষ এশিয়া কাপ হকির সেমিফাইনালে শক্তিশালী জাপানের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পরও হেরে যায় বাংলাদেশ। চীনের ডাজহু শহরে ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ কোয়ার্টারে বাংলাদেশ চার গোল হজম করে শোধ করে একটি গোল। তাতে ৬-৪ গোলের ব্যবধানে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের।
গ্রুপ পর্বে রানারআপ হওয়ায় পুরুষ বিভাগের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয় পুল ‘বি’র চ্যাম্পিয়ন জাপান। ওই গ্রুপে ৩৬ গোল করা জাপানকে সেমিফাইনালের শুরু থেকেই চাপের মধ্যে রাখেন বাংলার ছেলেরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই দ্বীন ইসলামের গোলে লিড নেয় বাংলাদেশ। ১২ মিনিটে ইসমাইল হোসেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে জাপান দুই গোল শোধ করলেও শেষ মিনিটে অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। তৃতীয় কোয়ার্টারটি কাটে গোলশূন্য। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরু মিনিটে সমতা ফেরায় জাপান। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে অমিত হাসানের গোলে আবার লিড নেয় বাংলাদেশ। এর পরেই শুরু হয় জাপানের ম্যাচে ফিরে আসার পর্ব। ৫১ মিনিটে ব্যবধান ৪-৪ করেন রায়ুশিন সাসাকি। আর শেষ তিন মিনিটে বাংলাদেশের জালের ঠিকানা আরও দুইবার খুঁজে নেন কোকি ওতসুজি ও ইউমা ফুজিয়ারা। আর তাতেই হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। রবিবার আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।