‘নীতি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক পৃথিবী গড়ার স্বপ্ন নিয়েই দারুল হিকমা মডেল মাদরাসার প্রতিষ্ঠা। ৩৬ জুলাই এর স্বধীনতা আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথকে সুগম করেছে।’ দারুল হিকমা মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাদরাসার চেয়ারম্যানের ব্যক্তব্যে ইব্রাহীম মন্ডল একথা বলেন। গতকাল শনিবার গফরগাঁও, মোমেন শাহী, দারুল হিকমা মডেল মাদরাসার ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতা-২০২৬ সকাল ১০টায় কোরআন তেলাওয়াত, কুচকাওয়াজ, পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুঁরু হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন,মাদরাসার ভাইস চেয়ারম্যান, ময়মনসিংহ -১০ এর এম পি প্রার্থী ইসমাঈল হোসেন সোহেল, নির্বাহি পরিচালক ছাইফুল ইসলাম।

অধ্যক্ষ মাওলানা আবু তালেব, ঢাকসুর স্বীস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ,সাবেক অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক,বিশিষ্ট টিভি সাংবাদিক আনোয়ারুল কায়ূম কাজল, সাংবাদিক মোফাজ্জল আনসারী, মাওলানা তানভীর আহমদ,মোজাম্মেল হক, অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আ,ন,ম ইউসুফ।

এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ পরিচালনা পরিষদের সদস্য ও শেয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন। ৫৬টি ইভেন্টে মোট ১৬২ টি পুরস্কার দেয়া হয়। বিপুল সংখ্যক দর্শক মনোজ্ঞ ইভেন্টগুলো উপভোগ করেন। খেলা পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন ও আবদুল কাদির ও তানভীর আহমদ খলিল। প্রেস বিজ্ঞপ্তি।