উইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হারের পর এটিপি টুর্নামেন্ট সিনসিনাতি ওপেনে খেলার কথা ছিল নোভাক জোকোভিচের। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন সার্ব তারকা। সোমবার এই তথ্য সিনসিনাতি কর্তৃপক্ষ জানিয়েছে দ্য অ্যাথলেটিককে। তার মানে উইম্বলডন ও তিন সপ্তাহের মাঝে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের মাঝে কোনও ম্যাচ খেলবেন না জোকোভিচ।

উইম্বলডনের ক্লান্তি ঝেড়ে ফেলতে জোকোভিচের মতো সিনার ও কার্লোস আলকারাজ বর্তমান এটিপি টরন্টো খেলেননি। তারা এই সপ্তাহে ইউএস ওপেনের প্রস্তুতি নিতে সিনসিনাতিতে চলে এসেছেন। সিনার ও তার টিম প্রথম দিনের অনুশীলন শেষে গলফ কোর্সে সেলফি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। জোকোভিচ প্রথমবার ২০০৫ সালে সিনসিনাতিতে খেলেন। এখানে ক্যারিয়ারের তিন শিরোপার শেষটি জেতেন ২০০৫ সালে, টানা পাঁচ ফাইনালে হারের পর। ইন্টারনেট