সার্বিয়ায় অনুষ্ঠিত বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৭ বিভাগে সোনা জিতেছে ভারতের প্রাগনিকা। মাত্র ৭ বছর বয়সী এই বালিকা ৯ রাউন্ডের সব কটিতেই জয়ী হয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে। এবারের আসরে এটিই ভারতের একমাত্র স্বর্ণপদক। ভারত থেকে ২২ জন খেলোয়াড় অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে প্রাগনিকা ছাড়াও আরও দুজন পদক জিতেছে। অনূর্ধ্ব-৭ ওপেন বিভাগে বিজেশ দেবী এবং অনূর্ধ্ব-১১ মহিলা বিভাগে ওম এশ গোত্তুমুকালা রুপা জয় করেছেন। প্রাগনিকার বাবা রামনাদ জানিয়েছেন, বড় বোন বরেণ্যার অনুপ্রেরণায় দাবার প্রতি আগ্রহী হয় প্রাগনিকা। বরেণ্যা গুজরাটের দাবায় ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে। করোনার সময় বোনকে বিভিন্ন প্রতিযোগিতায় খেলতে দেখে দাবার প্রতি আকৃষ্ট হয় প্রাগনিকা। মাত্র দেড় বছরেই আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন তার প্রতিভারই প্রমাণ।