আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর ২৩শে জুন সারা বিশ্বব্যাপী জাতীয় অলিম্পিক কমিটিসমূহ বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে অলিম্পিক ডে উদযাপন করে থাকে। এ বছর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক অলিম্পিক ডে উদযাপনের অংশ হিসেবে আগামী ২৪ জুন ২০২৫ তারিখে একটি বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হচ্ছে। ক্রীড়াবিদসহ জনসাধারণকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকান্ডে উদ্বুদ্ধ করা এবং একই সাথে অন্যকে উৎসাহিত করার লক্ষ্যে অলিম্পিক ডে ২০২৫ এর মূল প্রতিপাদ্য হিসেবে “লেটস মুভ” শ্লোগান ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২৪ জুন ২০২৫ কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং একই সাথে বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহের সহযোগিতায় ৭টি বিভাগীয় শহরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে যথাযোগ্য ভাবে অলিম্পিক ডে ২০২৫ উদযাপন করা হবে। ঢাকায় আয়োজিত র‌্যালীটি সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ শিশু একাডেমী হতে আরম্ভ হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও-জাতীয় স্টেডিয়ামের ১নং গেট হয়ে জাতীয় স্টেডিয়াম, ঢাকায় এসে শেষ হবে। র‌্যালীটিতে বিভিন্ন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা সহ সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থা হতে ২,০০০ এর অধিক ক্রীড়া প্রেমী মানুষ অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ’র সম্মানিত সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। র‌্যালী শেষে বাংলাদেশ সেনাবহিনী অর্কেষ্ট্রা দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন এবং উপস্থিত অলিম্পিয়ানদের বিশেষ সম্মাননার সাথে সার্টিফিকেট প্রদান করা হবে। র‌্যালীতে অংশগ্রহণকারী সকলের জন্য টি-শার্ট, সার্টিফিকেট ও হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হবে।উক্ত আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পাশাপাশি বিওএকে আর্থিক সহায়তা করছে স্কোয়ার ফুড এন্ড ব্যাভারেজ লিমিটেড এবং শেলটেক প্রাইভেট লিমিটেড।