অন্যান্য খেলা
দু’দিনব্যাপী বিওএ‘র কর্মশালা অনুষ্ঠিত
১১ হতে ১২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক প্রথম বারের মত অনুষ্ঠিত হয়ে গেল ‘লিঙ্গ সমতা ও নারী নেতৃত্ব’ শীর্ষক কর্মশালা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক সলিডারিটির অর্থায়নে এবং অলিম্পিক
Printed Edition
১১ হতে ১২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক প্রথম বারের মত অনুষ্ঠিত হয়ে গেল ‘লিঙ্গ সমতা ও নারী নেতৃত্ব’ শীর্ষক কর্মশালা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক সলিডারিটির অর্থায়নে এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর সহযোগিতায় আয়োজিত হয়েছে এই কর্মশালা। কর্মশালায় অলিম্পিক ও নন-অলিম্পিকভুক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন হতে মোট ৪৭ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠক অংশগ্রহণ করেছেন।
উক্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিওএ মহাপরিচালক তাঁর উদ্বোধনী বক্তৃতায় নারীদের অধিকার ও নারীদের সঠিক সম্মান প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। কর্মশালার প্রথম দিনে প্রফেসর ডা: মোহাম্মদ শফিকুর রহমান কিভাবে একজন ক্রীড়া ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নিজের পাবলিক স্কিল ডেভেলাপ করতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আলোচনা শেষে অংশগ্রহণকারীদের এ বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর আখতার হোসেন খান বাংলাদেশে জেন্ডার ইকুয়ালিটির অবস্থান এবং বাংলাদেশে নারীদের ক্রীড়াক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং কি কি সুযোগ-সুবিধা প্রতিয়মান রয়েছে তা নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীগণ ৬টি গ্রুপে কেস স্ট্যাডিতে প্রদেয় সমস্যার সমাধানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে নারীদের বিচরণ কীভাবে বৃদ্ধি করা যায় এ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন। কর্মশালার দ্বিতীয় দিনে মো: মাহফুজুর রহমান সিদ্দিকী ক্রীড়া ক্ষেত্রে নারীদের নেতৃত্ব তৈরির বিষয়ে আলোচনা করেন। ডা: ফারজানা আক্তার ভূইয়া ক্রীড়া ক্ষেত্রে ফিটনেস ও সুস্থতা নিশ্চিত করনে করনীয় বিষয় বস্তু নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে আবারো অংশগ্রহণকারীগণ ৬টি গ্রুপে কেস স্ট্যাডিতে প্রদেয় সমস্যার সমাধানের মাধ্যমে নারীদের ক্রীড়াক্ষেত্রে বিচরণ বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠান বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন এবং সমাপনী বক্তৃতায় এরকম কর্মশালা আয়োজনের মাধ্যমে নারীদের নেতৃত্ব বৃদ্ধি করা সম্ভব বলে নিজের অভিমত ব্যক্ত করেন। সমাপনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওএ’র কোষাধ্যক্ষ এ কে সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিওএ মহাপরিচালক ও কর্মকর্তাগণ।