রিয়াদ থেকে কামরুজ্জামান হিরু : ইসলামিক সলিডারিটি গেমসে প্রথমবারের মতো ভারোত্তোলনে পদক জয়ে দারুণভাবে উজ্জীবিত বাংলাদেশ শিবির। উদীয়মান ক্রীড়াবিদ মারজিয়া আক্তারের তিনটি ব্রোঞ্জ জয়ে পর আত্মবিশ্বাসী মাবিয়া আক্তার সীমান্ত দেখাচ্ছেন নতুন স্বপ্ন। আজ সোমবার ৬৭ কেজি ওজন শ্রেণীতে পদকের জন্য লড়বেন মাবিয়া। ওয়েট লিফটিং এর নতুন ফরমেট অনুযায়ী একটি ইভেন্টেই একাধিক পদক জয় সম্ভব। স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক এবং মোট স্কোরের ওপর আলাদা তিনটি পদক হয়ে থাকে। তাই বাংলাদেশের স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত আশাবাদী এই গেমস থেকে ভালো কিছু অর্জনের। ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দেখিয়ে জিততে চান পদক। এ ব্যাপারে সকলের কাছে দোয়া চেয়েছেন মাবিয়া। এদিকে রোববার চারটি ডিসিপ্লিনে বাংলাদেশ অংশ নিলেও সাফল্য আসেনি কোনটিতে। দেশে সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি হিটেই বাদ পড়েছেন। ২০০ মিটার ব্যাক্তিগত মিডলে ইভেন্টে হিটে দশম স্থান পেয়েছেন। মোট প্রতিযোগী ছিল ২৪ জন। জুডো প্রতিযোগিতার ৮১ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ দলের পক্ষে পুরুষ বিভাগে আমিরুল ইসলাম ও নারী বিভাগে ফাবিয়া বুশরা হেরে গেছেন। টেবিল টেনিস পুরুষ বিভাগের প্রতিযোগিতায় দলগত ইভেন্টে কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ দল। তুরস্কের কাছে ৮-১ ব্যবধানে হেরেছে জাবেদ আহমেদ, রামহিম ও মুক্তাসিন আহমেদকে নিয়ে গড়া লাল সবুজের দলটি। এদিকে টেবিল টেনিস একক প্রতিযোগিতাতেও তুরস্কের কাছে হেরেছে বাংলাদেশের মুহতাসিন আহমেদ হৃদয়। এদিন ওয়েট লিফটিংয়ের তিনটি ইভেন্েেট বাংলাদেশের খেলোয়াড়রা অংশ নিলেও আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ হয়।