ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে আরেকটি দাপুটে জয়ে সেমি-ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। নিজ দেশের লরেন্সা মুসেত্তিকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন ইতালিয়ান তারকা। দুদিন আগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আলেক্সান্দার বুবলিককে যেভাবে পর্যদুস্ত করেছিলেন সিনার, তারপর ওই প্রতিপক্ষের থেকেই ‘কৃত্তিম বুদ্ধিমত্তার মানুষ’ ট্যাগ পেয়েছিলেন তিনি। এবারের লড়াইয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে অতটা খুনে রূপে দেখা না গেলেও, মুসেত্তির সামনেও র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ছিলেন অপ্রতিরোধ্য। ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শুরু থেকে কোর্টে আধিপত্য করে ৬-১, ৬-৪, ৬-২ গেমে জয় তুলে নেন সিনার। পূর্বে অনেক প্রতিযোগিতায় একই সঙ্গে লড়েছেন তারা, তাই একে অপরের শক্তি-দুর্বলতা নিয়ে ভালোভাবে জানেন। আমরা একই দেশের, ড্রয়ে অনেক ইতালিয়ান খেলোয়াড় ছিল, তাই এখানে খেলাটা দারুণ ব্যাপার। ইন্টারনেট
অন্যান্য খেলা
স্বদেশিকে গুঁড়িয়ে সেমি ফাইনালে সিনার
ইউএস ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে আরেকটি দাপুটে জয়ে সেমি-ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। নিজ দেশের লরেন্সা মুসেত্তিকে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন ইতালিয়ান তারকা। দুদিন আগে কোয়ার্টার-ফাইনালে ওঠার