অন্যান্য খেলা
বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে অংশ নিবেন জহির
বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জহির রায়হান। সদ্য সমাপ্ত অ্যাটলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন নৌবাহিনীর এই খেলোয়াড়।
Printed Edition

বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জহির রায়হান। সদ্য সমাপ্ত অ্যাটলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ ৪০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছিলেন নৌবাহিনীর এই খেলোয়াড়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় জহিরের অংশগ্রহণটা অনেকটা কাকতালিয়। কেননা বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পরই বিশ্ব ইনডোরে প্রতিযোগিতার জন্য লন্ডনে থাকা ইমরানুর রহমানকে মনোনীত করেছিল। এ নিয়ে বিতর্ক দেখা দিলে ইমরানুর নিজেই নাম প্রত্যাহার করে নেন। তাছাড়[া তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ গ্রহণ করেননি। ফলে ইমরানের বিকল্প বেছে নেয় ফেডারেশন।এক্ষেত্রে জাতীয় অ্যাথলেটিকসে দশমবারের মতো স্বর্ণপদক পাওয়া জহির রায়হানকে মনোনীত করেছে ফেডারেশন।
আগামী ২১-২৩ মার্চ চীনে অনুষ্ঠিত হবে বিশ্ব ইনডোর প্রতিযোগিতা। এতে জহির রায়হান অংশ নেবেনে ৪০০ মিটার স্পিন্টে। এই ইভেন্টে জহির গত বছর এশিয়ান ইনডোরে রৌপ্য পদক জিতেছিলেন। এবার জাতীয় অ্যাথলেটিকসে ধারাবাহিক পারফরম্যান্স করায় জহিরকে মনোনীত করেছে ফেডারেশন।বৃহস্পতিবার জহির এমন খবর নৌবাহিনী ও ফেডারেশন থেকে জানতে পেরেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন,‘বিশ্ব ইনডোরে অংশ নেওয়ার খবর নৌ বাহিনী ছাড়াও শাহআলম স্যার জানিয়েছেন। আসলে এমন প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবর শুনে অনেক ভালো লাগছে। এমনিতে অনেক পরিশ্রম করে যাচ্ছি। এখন পরিশ্রম আরও বাড়িয়ে দিতে হবে। যদিও বিশ্ব আসরে পদক জেতা অনেক কঠিন। তবে আমি চাইবো ২৫ মার্চ নিজের পারফরম্যান্স যেন ভালো হয়। আগের চেয়ে টাইমিংয়ে উন্নতি করে স্থানের দিক দিয়ে যথাসম্ভব ওপরের দিকে থাকতে।’