বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ (লেভেল-০১)’ সফলভাবে সম্পন্ন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদ, কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং সংগঠক মোহাম্মদ জাবেদুল ইসলাম। কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় কৃতকার্য হয়ে তিনি বাংলাদেশ উশু ফেডারেশন স্বীকৃত কোচের সনদপত্র ও জাতীয় কোচ আইডি কার্ড অর্জন করেন।১ থেকে ৩ জুলাই পর্যন্ত ঢাকার পল্টনে অবস্থিত জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে দেশের অভিজ্ঞ কোচ, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকরা অংশগ্রহণ করেন। কোর্সে আধুনিক কোচিং কৌশল, টেকনিক্যাল এনালাইসিস, মনস্তত্ত্ব, প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ ক্রীড়ানীতির নানা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।এর আগে মোহাম্মদ জাবেদুল ইসলাম জাতীয় উশু জাজেস কোর্সে সফলভাবে অংশ নিয়ে বাংলাদেশের একজন স্বীকৃত উশু বিচারক হিসেবে পরিচিতি অর্জন করেন। এবার তিনি তার ক্রীড়া জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করলেন জাতীয় কোচ হিসেবে।
অন্যান্য খেলা
উশু জাতীয় কোচ-বিচারক হলেন কর্ণফুলীর জাবেদুল
বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘জাতীয় উশু কোচেস ট্রেনিং কোর্স ২০২৫ (লেভেল-০১)’ সফলভাবে সম্পন্ন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদ, কর্ণফুলী উপজেলা ক্রীড়া
Printed Edition
