সাউথ এশিয়ান (এসএ) গেমস দেশের ভলিবলের জন্য একটি হতাশাই বটে। দীর্ঘ দিন এই আসর থেকে পদক আনতে পারছেন না লাল সবুজের ভলিবল খেলোয়াড়রা। ছেলেদের হারানো সেই পদক মেয়েদের মাধ্যমে পুনরুদ্ধার করতে মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা। দীর্ঘমেয়াদী অনুশীলন আর আন্তর্জাতিক প্রস্তুতিমূলক ম্যাচ খেলে এসএ গেমসে পদকখরা কাটাতে চান তারা। ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষের কথা, ‘আমরা এসএ গেমসে পদক পুনরুদ্ধার করতে চাই। তাই মেয়েদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করেছি।’ এই স্বপ্নের সারথিরা শুক্রবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে রিপোর্ট করেছেন। ৩৫ জন মেয়েদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে আবাসিক ক্যাম্প। রিপোর্টিংয়ে ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ, যুগ্ম সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম দলের ম্যানেজার আমিরুল ইসলাম আপন ও ইমতিয়াজ করিম শুভ উপস্থিত ছিলেন। বিকেএসপিতে লেভেল-৩ কোচ শফিকুল ইসলাম রাসেলের তত্ববধানে অনুশীলন করবেন মেয়েরা। এসএ গেমসের আগে দীর্ঘমেয়াদী এই অনুশীলন এবং একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের ঝালাই করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। সাধারণ সম্পাদক বিমল ঘোষ বলেছেন , ‘দীর্ঘ চার মাস অনুশীলনের পর ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (কাভা) খেলার সুযোগ পাবে মেয়েরা। প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট তাদেরকে এসএ গেমসে পদক জিততে সহায়তা করতে পারে।’ বিভিন্ন সার্ভিসেস দল ও জেলা থেকে বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। বিশেষ করে যুব মহিলা মহিলা ভলিবল টুর্নামেন্ট এবংতারুণ্যের উৎসবের টুর্নামেন্টের থেকেই প্রাথমিকভাবে ৭৫ জন বাছাই করা হয়েছিল। সেখান থেকে ৩৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করে ফেডারেশন।
অন্যান্য খেলা
এসএ গেমসের প্রস্তুতি
পদক জয়ের লক্ষ্য নিয়ে ভলিবলে মেয়েদের ক্যাম্প শুরু
সাউথ এশিয়ান (এসএ) গেমস দেশের ভলিবলের জন্য একটি হতাশাই বটে। দীর্ঘ দিন এই আসর থেকে পদক আনতে পারছেন না লাল সবুজের ভলিবল খেলোয়াড়রা। ছেলেদের হারানো সেই পদক মেয়েদের মাধ্যমে পুনরুদ্ধার করতে