সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি মোট চার ইভেন্টে অংশ নিলেও পদক জয়ে ব্যর্থ হয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে খেলা এই দুজনেই ১০০ মিটার ইভেন্টে অংশ নিয়ে নিজেদের সেরা টাইমিং করেছিলেন। যদিও শনিবার ৫০ মিটারে তারা সেটা করতে পারেননি। ৫০ মিটার ফ্রি স্টাইলে অ্যানির টাইমিং হয়েছে ৩১.৩৯ সেঃ। ১০৪ জনে প্রতিযোগীর মধ্যে ৯২তম হয়েছেন অ্যানি। তার আগের টাইমিং ছিল ৩১.০৫। রাফি ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ২৭.২১ সেকেন্ডে ৬৩ জনের মধ্যে ৫৫তম হয়েছেন। এই ইভেন্টে তার টাইমিং ছিল ২৬.৯০। উল্লেখ্য বাংলাদেশ এখনো বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় পদক জয়ের স্বাদ পায়নি। তবে অংশগ্রহণকারী সাঁতারুরা প্রতি আসরে নিজের টাইমিং উন্নত করতে পারছেন, যা দেশীয় কোচ ও ক্রীড়াবিদদের কাছে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অন্যান্য খেলা
বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় রাফি ৫৫ ও অ্যানি ৯২তম
সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের দুই সাঁতারু অ্যানি আক্তার ও সামিউল ইসলাম রাফি মোট চার ইভেন্টে অংশ নিলেও পদক জয়ে ব্যর্থ হয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে খেলা এই দুজনেই ১০০ মিটার ইভেন্টে