পদক জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়ান যুব গেমসে ১৩ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক আসরে স্বর্ণপদক সোনার হরিণের মতো বাংলাদেশের কাছে। কেবল সাউথ এশিয়ান গেমস ছাড়া সোনার পদক দেখা মেলা ভার। যদিও সেই প্রত্যাশা নিয়েই ফি গেমসে অংশ নেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। একই প্রত্যাশা নিয়ে বাহরাইনের এশিয়ান যুব গেমসে অংশ নিচ্ছেন ১৩ ডিসিপ্লিনে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৮১ জনের বহর। এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়া ডিসিপ্লিনগুলো হলো- অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল, সাইক্লিং, গলফ, জুডো, কাবাডি, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন ও কুস্তি। আনুষ্ঠানিকভাবে বুধবার গেমস শুরু হলেও রোববার কাবাডি ডিসিপ্লিনের মাধ্যমে আসর শুরু হয়ে গেছে। রোববার থেকে পর্যায়ক্রমে যাবেন অন্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরাও। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের শেফ দ্য মিশন ব্রি. জেনারেল মো. হুমায়ুন কবীর। এ সময় বিওএর কোষাধ্যক্ষ একে সরকার ও মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির উপস্থিত ছিলেন। ২০০৯ সালে সিঙ্গাপুরে এবং ২০১৩ সালে চীনের নানজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ গেমসেও অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রথম আসরে চার ডিসিপ্লিনে ১২ জন এবং দ্বিতীয় আসরে ৮টি ডিসিপ্লিনে ১৯ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তারা ফিরেছেন খালি হাতে। এবারের গেমসে পদক জয়ের প্রত্যয় নিয়ে আগে থেকেই অনুশীলন শুরু করেন ক্রীড়াবিদরা। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিওএর সার্বিক তত্বাবধানে নিরবিচ্ছিন্নভাবে প্র¯‘তি নিয়েছেন তারা।
অন্যান্য খেলা
এশিয়ান যুব গেমস
তিন ডিসিপ্লিনে পদকের প্রত্যাশা বাংলাদেশের
পদক জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়ান যুব গেমসে ১৩ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক আসরে স্বর্ণপদক সোনার হরিণের মতো বাংলাদেশের কাছে। কেবল সাউথ এশিয়ান গেমস ছাড়া সোনার পদক দেখা মেলা ভার।