আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারন সভাও (এজিএম)। এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হবে কক্সবাজারে। নির্বাচন উপলক্ষ্যে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে সোমবারের কার্যনির্বাহী কমিটির সভায়। বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিওএর সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। বিওএর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বিকেএসপির সাবেক মহাপরিচালক ব্রি, জেনারেল (অব.) সালেহীন মনোয়ার।