ইংলিশ প্রিমিয়ার লিগে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি চালু হতে যাচ্ছে, যা রেফারিদের সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছতা ও গতি আনবে। আগামী ১২ এপ্রিল ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে এফএ কাপের পঞ্চম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে সাতটিতে সফলভাবে প্রযুক্তিটির পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া প্রি-লাইভ ট্রায়ালেও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, যার ভিত্তিতে প্রযুক্তিটি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ভিডিও সহকারী রেফারিকে (ভিএআর) দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রযুক্তিটি কিছু গুরুত্বপূর্ণ উপাদান স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করবে, ফলে অফসাইড চিহ্নিত করা আরও সহজ হবে। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রযুক্তি অফসাইড সিদ্ধান্তের গতি, দক্ষতা ও সামঞ্জস্যতা বাড়াবে। সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তিটি প্রথম চালু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে।