গাজায় চলমান সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ইসরাইলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ‘২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে যেভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছিল, ইসরাইলের সঙ্গেও একইভাবে আচরণ করা উচিত।’ বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, সানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘গাজায় ‘গণহত্যা’ চলছে এবং এই গণহত্যাকে উপেক্ষা করে ইসরাইলকে কোনো আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে দেয়া উচিত নয়।’ স্পেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রী অস্কার লোপেজ এবং সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উর্তাসুনও সানচেজের এই অবস্থানকে সমর্থন করেছেন। লোপেজ জানান, গাজায় যা ঘটছে তা ‘গণহত্যা’ এবং হাজার হাজার মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমেছে দেখে তিনি ‘স্বস্তি’ পেয়েছেন। এর আগে স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছিলেন, ইসরাইলি দলগুলোকে একইভাবে নিষিদ্ধ করা উচিত যেভাবে ২০২২ সালে রাশিয়াকে করা হয়েছিল। তার মতে, এখানে ‘দ্বৈত মানদণ্ড’ চলছে। এদিকে, স্পেনের প্রধানমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। ইন্টারনেট।