সুইজারল্যান্ডে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে জুনিয়র বিশ্বকাপের মূলপর্বে খেলতে ভারত যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাচ্ছে না বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ২৮ নভেম্বর চেন্নাইয়ে শুরু হবে ২৪ দলের এই জুনিয়র বিশ্বকাপ। এফ-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলয়া, ফ্রান্স ও দক্ষিন কোরিয়া। বিশ্বকাপে ভালো ফলাফল পেতেই ক’দিন আগেই মালয়েশিয়াতে অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে দলটি। এবার যাবে সুইজারল্যান্ডে। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ খেলে দেশে ফিরে পরে জুনিয়র বিশ্বকাপের মূলভেন্যু চেন্নাইয়ের মাদুরাইতে যাবেন লাল সবুজের যুবারা। বিষয়টি নিশ্চিত করে হকি ফেডারেশনের সাধারন সম্পাদক লে. কর্ণেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে ২৮ বা ২৯ অক্টোবর বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবে। লুজানে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে সেখানে। এরপর চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে ছেলেরা।’ জুনিয়র বিশ্বকাপ উপলক্ষ্যে ইতোমধ্যে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের দেড় মাস আগে কেন দল ঘোষণা করা হল, সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিয়াজুল হাসান বলেন, ‘কোনো সাধারণ টুর্নামেন্ট নয়, এটা বিশ্বকাপ। তাই দেড় মাস আগে দল ঘোষণা করা হয়েছে, যাতে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এছাড়া সুইজারল্যান্ড সফর শেষে আর সময় থাকবে না নতুন করে দল গোছানোর। তাই সময় নিয়েই দল ঘোষণা করেছি।’ তিনি যোগ করেন, ‘তিন মাসেরও বেশি সময় ধরে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে দল গঠন করা হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়া-দুই জায়গার প্রস্তুতি ম্যাচে যারা ভালো করেছে, তাদেরই সুযোগ দেওয়া হয়েছে।’ লুজানে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। সফরে দলটি সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি করে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি হবে পূর্ণ সময়ের (চার কোয়ার্টার) এবং দুটি হবে সংক্ষিপ্ত (দুই কোয়ার্টার) ম্যাচ। জানা গেছে, সুইজারল্যান্ড সফর শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবে খেলোয়াড়রা। এরপরই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে অনূর্ধ্ব-২১ দলের কয়েকজন সদস্য, যা হবে বিশ্বকাপের আগের শেষ আন্তর্জাতিক প্রস্তুতি। সেই সিরিজ শেষে ১৮ নভেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে দলটি। সেখানে দশ দিন আগে পৌঁছে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ব্যস্ত সূচির কারণে ইনজুরির আশঙ্কা থাকলেও ফেডারেশন সে ব্যাপারে প্রস্তুত। সাধারন সম্পাদক বলেন, ‘যদি কোনো খেলোয়াড় চোটে পড়ে এবং বিশ্বকাপের আগে সুস্থ না হয়, প্রতিটি পজিশনের জন্য বিকল্প খেলোয়াড়ের তালিকা প্রস্তুত রয়েছে।’ এছাড়া ২০ জনের বাইরে দুইজন স্ট্যান্ডবাই খেলোয়াড়ও রয়েছে।