কানাডার শীর্ষ ফুটবল লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে দীর্ঘ তিন বছরের পথচলা শেষ হলো বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার শমিত সোমের। ২০২৬ মৌসুমের দলবদলের আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে শমিতের বিদায়ের খবর নিশ্চিত করেছে। ক্যাভালরি এফসি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে শমিত সোম এবং তার সতীর্থ দিয়েগো গুটিয়েরেজের বিদায় নিশ্চিত করে একটি বার্তা দিয়েছে। সেখানে বলা হয়, ‘ক্যাভালরি এফসি নিশ্চিত করছে যে শমিত সোম ও দিয়াগো গুটিয়েরেজ ২০২৬ মৌসুমে আর ক্লাবে ফিরবেন না। ক্লাব তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং তাদের আগামীর পথচলার জন্য শুভকামনা রইল।’

২০২৩ সালে ক্যাভালরি এফসিতে যোগ দেয়ার পর মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন শমিত। তিন বছরে ক্লাবের জার্সিতে তিনি মোট ৭৯টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তার অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ। ক্লাবের হয়ে তিনি সিপিএল শিল্ড এবং নর্থ স্টার কাপ জয়ের গৌরব অর্জন করেছেন।