ইন্দোনেশিয়ার বালিতে অষ্টম ওয়ার্ল্ড ভভিনাম চ্যাম্পিয়নশিপে ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার বালিতে অষ্টম ওয়ার্ল্ড ভভিনাম চ্যাম্পিয়নশিপে ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ দল। ওয়ার্ল্ড ভভিনাম ফেডারেশন (ভিয়েতনাম) এবং ইন্দোনেশিয়া ভভিনাম ফেডারেশনের যৌথ আয়োজনে ১ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে মর্যাদাপূর্ণ এই আসর।প্রতিযোগিতায় বিশ্বের ২৬টি দেশ অংশ নেয়।

এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশ ভভিনাম এসোসিয়েশনের জাতীয় দল অংশ নিয়ে দেশের জন্য গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ দল মোট ৩টি ব্রোঞ্জ পদক জয় করে।পদক জয়ী খেলোয়াড়রা হলেন :

মোহাম্মদ জাবেদুল ইসলাম চৌধুরী তাঁর ফাইট (৫৭ কেজি) ইভেন্টে চমৎকার লড়াইয়ের মাধ্যমে ৩য় স্থান (ব্রোঞ্জ পদক) অর্জন করেছেন।

মাহমুদুল আনাম তাসদীদ ও মোহাম্মদ জাবেদুল ইসলাম চৌধুরী যৌথভাবে তাঁদের দ্বৈত ফর্ম ইভেন্টে তলোয়ার ফর্ম ইভেন্টে ৩য় স্থান (ব্রোঞ্জ পদক) অর্জন করেছেন।

উল্লেখ্য বাংলাদেশ দল মোট তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভভিনাম ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। বাংলাদেশ দলটি ১০ নভেম্বর দেশে ফিরবে।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন মোঃ তবিবুর রহমান (সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ভভিনাম এসোসিয়েশনের টিম কোচ, মোহাম্মদ এরশাদ হোসেন সহ-সভাপতি ও বাংলাদেশ ভভিনাম এসোসিয়েশন; টিম ম্যানেজার, মোহাম্মদ জাবেদুল ইসলাম চৌধুরী (খেলোয়াড়), মাহমুদুল আনাম তাসদীদ (খেলোয়াড়)।