DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অন্যান্য খেলা

বিশ্ব দাবায় জয়ে ফিরলেন নীড় ও তাহসিন

বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন । পাঁচ রাউন্ড শেষে তাহসিন তিন পয়েন্ট নিয়ে ৪২তম

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
tahsin-monon-

বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন । পাঁচ রাউন্ড শেষে তাহসিন তিন পয়েন্ট নিয়ে ৪২তম আর নীড় আড়াই পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৯৩–তে। চতুর্থ রাউন্ডে উজবেকিস্তানের ক্যান্ডিডেট মাস্টার মিরাজিজকে কালো ঘুটি নিয়ে হারিয়েছেন নীড়। উজবেক দাবাড়ুর রেটিং ২১৩২। এই ম্যাচ জেতায় রোববার ইতালিয়ান ফিদে মাস্টারের (২২৬৯) সঙ্গে তার খেলা পড়েছে। নীড়ের রেটিং ২৪৩১। বিশ্ব জুনিয়র দাবায় নীড় এখনও তার চেয়ে বেশি রেটিংধারীদের মুখোমুখি হতে পারেননি। সুইস লিগ পদ্ধতিতে পয়েন্টের ভিত্তিতে প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। জয়ের ধারাবাহিকতা থাকলে তখন বেশি রেটিংধারী বড় প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়ে। এদিকে তাহসিন ওয়েলসের দাবাড়ুকে কালো ঘুটি নিয়ে হারান। তাহসিনের রেটিং ২৩২৩। ওয়েলসের দাবাড়ুর রেটিং তার চেয়ে কম। ষষ্ঠ রাউন্ডে তাহসিনের প্রতিপক্ষ ছিলেন নরওয়ের আন্তর্জাতিক মাস্টার আকসেল। মন্টেনিগ্রোতে চলমান বিশ্ব জুনিয়র দাবা ১১ রাউন্ডের। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সরাসরি গ্র্যান্ডমাস্টার, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাবে। এ ছাড়া গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক নর্ম পাওয়ার সুযোগ রয়েছে। পাঁচ রাউন্ডে ইতোমধ্যে নীড় আড়াই ও তাহসিন দুই পয়েন্ট হারিয়েছেন। ফলে তাদের শীর্ষ তিন স্থান পাওয়া অনেকটাই অসম্ভব। দুই জনের এখনও নর্ম অর্জনের গাণিতিক সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নীড়কে বাকি ছয় রাউন্ডের মধ্যে অন্তত চার গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হতে হবে। এরপর পয়েন্ট ও রেটিংয়ের হিসাব। তাহসিন ছয় রাউন্ডের মধ্যে দুই জন আন্তর্জাতিক মাস্টারের মুখোমুখি হচ্ছেন। নীড়ের তুলনায় তাহসিন নর্মের ক্ষেত্রে খানিকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। যদিও এখনও ছয় রাউন্ডের খেলা বাকি রয়েছে।