দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা এবার প্রভাব ফেলল ক্রীড়াঙ্গনেও। ভারতে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ু রাজ্যে শুরু হওয়ার কথা রয়েছে এবারের টুর্নামেন্টের। তবে সূচি ঘোষণার এক মাস আগেই পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।
এর আগে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা চলছিল, শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো।
গ্রুপ পর্বে পাকিস্তান ছিল ভারত, চিলি ও সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে। তবে পাকিস্তান সরে দাঁড়ানোয় তাদের পরিবর্তে কোন দল অংশ নেবে, তা এখনো জানায়নি এফআইএইচ। সংস্থাটি জানিয়েছে, দ্রুতই বিকল্প দল ঘোষণার বিষয়টি চূড়ান্ত করা হবে।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে এক প্রতিক্রিয়ায় বলেন, “পাকিস্তানের জন্য আমাদের দরজা সবসময় খোলা। তবে টুর্নামেন্টের প্রস্তুতির কারণে দীর্ঘ অপেক্ষা সম্ভব নয়।”
এর আগেও পাকিস্তান ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে অংশ নেয়নি, যেখানে তাদের পরিবর্তে খেলেছিল বাংলাদেশ।
পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) মহাসচিব রানা মুজাহিদ জানান, তারা আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে। তার ভাষায়, “ভারতে না খেলতে পারায় আমাদের হকির ক্ষতি হচ্ছে। কিন্তু যখন ভারতীয় ক্রীড়াবিদরাও নিরপেক্ষ মঞ্চে আমাদের সঙ্গে হাত মেলাতে চান না, তখন ভারতে গিয়ে খেলার প্রশ্নই আসে না।”
পিএইচএফ মনে করছে, নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পেলে দুই দেশের মধ্যে খেলাধুলার বন্ধন কিছুটা হলেও বজায় রাখা সম্ভব হবে।