এশিয়ান কাপ আর্চারি স্টেজ-২ টুর্নামেন্টে পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের।শুক্রবার টুর্নামেন্টের শেষ দিনে কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের আর্চার হিমু বাছাড় ভারতের চেচি সচীনের কাছে হেরেছেন। সিঙ্গাপুরে হিমু ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ২ পয়েন্টের ব্যবধানে হেরেছেন। চার সেটে ভারতীয় আর্চার করেছেন ১৪৮। বাংলাদেশের হিমুর স্কোর ১৪৬। প্রথম সেটে ভারতের সচীন ৩০ এর মধ্যে স্কোর করেন ৩০। ২৮ স্কোর করেন বাংলাদেশের হিমু। পরের চার সেটে সমান স্কোর হয়েছে। মূলত প্রথম সেটে ২ পয়েন্টের ব্যবধানেই হিমু পদক হাতছাড়া করেন। দ্বিতীয় সেটে ২৯-২৯, তৃতীয় সেটে ৩০-৩০, চতুর্থ সেটে ২৯-২৯ ও শেষ সেটে ৩০-৩০ করেন দুই আর্চার। বাংলাদেশের শেষ ভরসা এখন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টে আব্দুর রহমান আলিফ। তিনি স্বর্ণপদকের জন্য লড়বেন জাপানি আর্চারের বিপক্ষে। আজ বিকালে তার ইভেন্ট হওয়ার কথা।
অন্যান্য খেলা
ভারতের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের
এশিয়ান কাপ আর্চারি স্টেজ-২ টুর্নামেন্টে পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের।শুক্রবার টুর্নামেন্টের শেষ দিনে কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের আর্চার হিমু বাছাড় ভারতের চেচি সচীনের কাছে হেরেছেন।