DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অন্যান্য খেলা

জুলাই আন্দোলনে নিহত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ

অন্তর্বর্তীকালীন সরকার এসে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করছে। জাতীয় স্টেডিয়ামের পর রোববার জাতীয় পর্যায়ের আরও চারটি স্থাপনার নতুন নামকরণ হয়েছে। যার মধ্যে ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদল করা হয়েছে।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
mohila

অন্তর্বর্তীকালীন সরকার এসে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করছে। জাতীয় স্টেডিয়ামের পর রোববার জাতীয় পর্যায়ের আরও চারটি স্থাপনার নতুন নামকরণ হয়েছে। যার মধ্যে ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদল করা হয়েছে।

নতুন নামকরণ হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসার ছাদে গুলি লাগে সাড়ে ছয় বছর বয়সী রিয়া গোপের মাথায়। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ছোট্ট এই শিশু। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

এদিকে, দেশের সবচেয়ে প্রধান ক্রীড়া ভেন্যুর নাম পরিবর্তন হয়ে জাতীয় স্টেডিয়াম হয়েছে কয়েক সপ্তাহ আগেই। সেই স্টেডিয়ামের সামনে থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ করা হয়েছে। তেমনি রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।