জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার ৩৭তম আসরের ১০০ মিটার ফ্রি স্টাইলে নতুন রেকর্ড গড়েছেন মনির খান তন্ময়। গতকাল শুক্রবার মিরপুরের জাতীয় সুইমিংপুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাঁতার বিভাগের শিক্ষার্থী তন্ময় ৫৫.২১ সেকেন্ডে শেষ করে নতুন রেকর্ড গড়েন। ১০০ মিটার ফ্রি স্টাইলের রেকর্ডটা এতদিন ছিল মো. ইসলামের দখলে। গোপালগঞ্জ সুইমিং ক্লাবের সাঁতারু ইসলাম ২০২১ সালে রেকর্ডটি গড়েছিলেন।