শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানের বড় পরাজয়ের পর আরেকটি বড় খবর দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, আর টেস্ট দলের নেতৃত্বে থাকতে চান না।
অনেক দিন ধরেই শান্তর অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে বাদ পড়ার পর গুঞ্জন আরও জোরাল হয়। এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন, টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
শান্ত বলেন, “এই সিদ্ধান্ত আবেগ বা ক্ষোভ থেকে নয়। বরং দলের স্বার্থ ও ভবিষ্যতের কথা ভেবেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, তিন ফরম্যাটে তিন অধিনায়ক দলের ভারসাম্যে সমস্যা তৈরি করতে পারে। তাই একজন সিনিয়র বা স্থিতিশীল কাউকে সুযোগ দেওয়া দলের জন্য ভালো হবে।”
তিনি জানান, অনেক আগেই ক্রিকেট পরিচালনা বিভাগকে সিদ্ধান্তটি জানিয়েছেন। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেন, এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি তিনি।
অধিনায়ক হিসেবে শান্তর সময়টা ছিল মিশ্র। ব্যাট হাতে কিছু ইনিংস ভালো হলেও দলীয় সাফল্য ছিল সীমিত। বিশেষ করে সাম্প্রতিক টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
তবে শান্ত ব্যাটার হিসেবে জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয়, বিসিবি কাকে বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় এবং সামনে দলের কেমন পুনর্গঠন ঘটে।