বাংলাদেশ নারী ফুটবলে নতুন এক ইতিহাসের দ্বারপ্রান্তে। সবকিছু ঠিক থাকলে চলতি আগস্টেই তুরস্কের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে উঠে এসেছে এমন আশাব্যঞ্জক বার্তা।
শুক্রবার (৪ জুলাই) তুরস্কের ইস্তানবুলে দেশটির ফুটবল ফেডারেশনের (TFF) সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং TFF প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু।
বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্য, প্রবাসী ফুটবলারদের সম্পৃক্ততা এবং একটি দীর্ঘমেয়াদি ফুটবল কাঠামো গড়ার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে তুর্কি ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, ফলে এই ম্যাচ দুই দেশের সম্পর্ককেও আরও দৃঢ় করবে।
তুরস্ক ফুটবল ফেডারেশনও বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। প্রেসিডেন্ট ওসমানওগলু বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ-তুরস্ক নারী দলের মধ্যকার ঐতিহাসিক এই ম্যাচ আগস্টেই অনুষ্ঠিত হবে।”
বৈঠকে শুধু ম্যাচ আয়োজন নয়, ফুটবল কাঠামো উন্নয়নেও সহযোগিতার প্রতিশ্রুতি দেয় তুরস্ক। কোচ ও রেফারিদের দক্ষতা উন্নয়ন, ক্রীড়া চিকিৎসা, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও এক্সপার্ট বিনিময়ের কথাও উঠে আসে আলোচনায়।
এই উদ্যোগ দুই দেশের নারী ফুটবলের জন্য যেমন এক যুগান্তকারী পদক্ষেপ, তেমনি ভবিষ্যতে অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও সহযোগিতার নতুন পথ খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।