সৌদি প্রো-লিগে বড় তারকাদের আগমন এখন যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। ইউরোপের জমকালো ফুটবল অঙ্গন থেকে বিদায় নিয়ে এবার নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল-নাসর, যেখানে আগেই খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফ্রান্সের ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম Foot Mercato জানিয়েছে, ফেলিক্সের এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রোনালদো নিজেই। জাতীয় দলে একসঙ্গে খেলার সম্ভাবনাকে সামনে রেখে রোনালদো তাকে বোঝান—একই দলে নিয়মিত খেললে তাদের বোঝাপড়া বাড়বে, যা কোচ রবার্তো মার্টিনেজের নজরে আসতে পারে এবং ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পথ সহজ হতে পারে।
২৫ বছর বয়সী ফেলিক্স এক সময় ইউরোপের সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন। তবে অ্যাতলেটিকো মাদ্রিদ, চেলসি এবং মিলানে কাটানো সময়টা ছিল বেশ হতাশাজনক। এবার তিনি ২৬ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে দুই বছরের জন্য আল-নাসরে যোগ দিচ্ছেন, যেখানে তার বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ১০ মিলিয়ন ইউরো।
নতুন ক্লাব ও পরিচিত সহযাত্রী রোনালদোর সঙ্গে থেকে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চান ফেলিক্স। একই সঙ্গে তার চোখ ২০২৬ বিশ্বকাপেও। সৌদি প্রো-লিগ এখন শুধু টাকা-পয়সার খেলা নয়; বরং রোনালদো, বেনজেমা, মানে, মাহরেজদের মতো আন্তর্জাতিক তারকাদের জন্য এটি হয়ে উঠেছে নতুন ‘মঞ্চ’।
খুব শিগগিরই ফেলিক্স ও আল-নাসরের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। এরপরই তিনি দলের সঙ্গে অস্ট্রিয়ার প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেবেন। একসময় যিনি ছিলেন ইউরোপের সবচেয়ে দামী তরুণ খেলোয়াড়, এবার তার ক্যারিয়ারে শুরু হচ্ছে নতুন অধ্যায়—রোনালদোর ছায়াতলে।
সংক্ষিপ্ত তথ্য:
চুক্তির ক্লাব: আল-নাসর (সৌদি আরব)
ট্রান্সফার ফি: £২৬ মিলিয়ন
চুক্তির মেয়াদ: ২ বছর
বার্ষিক বেতন: €১০ মিলিয়ন
রোনালদোর ভূমিকা: জাতীয় দলে ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়ে রাজি করিয়েছেন
পরবর্তী পদক্ষেপ: অস্ট্রিয়ায় দলের ক্যাম্পে অংশগ্রহণ