আগামী ৩০ জুন লন্ডনে শুরু হবে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম টেনিস টুর্নামেন্ট উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতা সামনে রেখে বাড়ানো হয়েছে প্রাইজমানি। এ বছর চ্যাম্পিয়নশিপের জন্য সাত শতাংশ বাড়িয়ে সেটি রেকর্ড ৫৩.৫ মিলিয়ন পাউন্ড নির্ধারণ করা হয়েছে। নারী ও পুরুষ এককের চ্যাম্পিয়ন প্রত্যেকেই পাবেন ৩ মিলিয়ন পাউন্ড করে, যা ২০২৪ আসরের তুলনায় ১১ শতাংশ বেশি। মূল ড্রতে অংশ নেওয়া খেলোয়াড়দের অংশগ্রহণ ফি ১০ শতাংশ বাড়িয়ে ন্যূনতম ৬৬ হাজার পাউন্ড করা হয়েছে।বছরে চারটি গ্র্যান্ডস্ল্যাম থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন খেলোয়াড়রা। তারই ফলে অল ইংল্যান্ড ক্লাব এবারের আসরে প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দিল। গত এপ্রিলে ২০ জন শীর্ষ সারির খেলোয়াড় গ্র্যান্ডস্ল্যাম কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে পুরস্কারের অর্থ বাড়ানোর দাবি জানায়। কিছু দিন আগে শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেন চলাকালীন এ নিয়ে আলোচনায় বসে সংশ্লিষ্টরা। ইন্টারনেট।
টেনিস
উইম্বলডনের প্রাইজমানি বাড়ল ৭ শতাংশ
আগামী ৩০ জুন লন্ডনে শুরু হবে বছরের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম টেনিস টুর্নামেন্ট উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। চলবে ১৩ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতা সামনে রেখে বাড়ানো হয়েছে প্রাইজমানি। এ বছর চ্যাম্পিয়নশিপের জন্য সাত শতাংশ বাড়িয়ে