রাজশাহীতে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। টানা সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজশাহী টেনিস কমপ্লেক্সে যা শেষ হবে ১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ/ম্যানেজার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ১৪ জন বালক ও ৭ জন বালিকা খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকং থেকেও খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। হোটেল থেকে ভেন্যুতে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বালক এককে শীর্ষ র্যাংকিংধারী থাইল্যান্ডের পাতানালারফান নাপাত, যার আইটিএফ জুনিয়র র্যাংকিং ১৯৪০। বালিকা এককে সর্বোচ্চ র্যাংকিংধারী জাপানের ঈষিধা হারু, যার র্যাংকিং ১৭৮৮। এছাড়া বালক বিভাগে ১১ জন এবং বালিকা বিভাগে ৬ জন বিশ্ব র্যাংকিংধারী খেলোয়াড় অংশ নেবেন এ আসরে। তিনি বলেন, টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে ৪ জন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৪ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে মূল ড্রতে সুযোগ পাবেন। বালক ও বালিকা দ্বৈত বিভাগে ১৬ জন করে খেলোয়াড় অংশ নেবেন।